যুক্তরাষ্ট্রের লুসিয়ানায় বন্দুকধারীর ছোঁড়া গুলিতে ৫ জন নিহত হয়েছেন। লুসিয়ানার দু'টি জায়গায় দুবৃর্ত্তরা হামলা চালায় বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
দেশটির পুলিশ সূত্রে জানা গিছে, অ্যাসেনশান ও লিভিংস্টোনে বন্দুকধারীর হামলা চালিয়েছে। পুলিশ দুবৃর্ত্তদের মধ্যে একজনকে চিহ্নিত করতে পেরেছে। তবে এখনও তাকে ধরা যায়নি। দুবৃর্ত্তদের কাছে অত্যাধুনিক অস্ত্র রয়েছে বলে দাবি করছে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার