বিয়েবাড়ির অনুষ্ঠান চলাকালীন ভূমি ধসে চাপা পড়ে গেল একটি হোটেল। কাদামাটির স্তুপে চাপা পড়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। আহত আরও ৩৪ জন। দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় রবিবার রাতে পেরুর অ্যাবানকে শহরে।
জানা গেছে, যখন কাদামাটির স্তুপ গড়িয়ে পড়ে তখন অ্যালহাম্রা হোটেলের ভিতর চলা বিয়েবাড়িতে কমপক্ষে ১০০ জন অতিথি উপস্থিত ছিলেন। দুর্ঘটনার সময় সবাই প্রায় নাচগানে মেতেছিলেন। খবর পেয়ে দমকল, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দল রাতভর উদ্ধারকাজ চালায়। তাদের সাহায্যে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। নিখোঁজ আত্মীয়দের খোঁজে মাটির স্তুপে সন্ধান চালাতে শুরু করেন পরিজনরাও।
প্রশাসন সূত্রে খবর, পাহাড়ের একাংশে ধস নামতেই সেই পাথর, মাটি পাহাড়ের গায়ে অবস্থিত হোটেলের ছাদ এবং দেওয়াল ভেঙে ঢুকে যায় ভিতরে। পেরুর অসামরিক প্রতিরক্ষা প্রধান জেনারেল জর্জ শাভেজ জানান, মৃতদের মধ্যে ১১ জন নারী এবং চারজন পুরুষ অতিথি ছিলেন। আহত ৩৪ জনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর