বাইক চালানোর সময়ে আশেপাশের প্রত্যেকেই চিৎকার করে উঠছে। কিছুই বুঝে উঠতে পারছেন না যুবক। শেষে বাইকের হেড লাইটের ভিতর তাকাতেই চোখ কপালে উঠল তার।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এটি চেন্নাইয়ের ঘটনা। জাকির হুসেন নামে এক যুবক স্থানীয় এক মসজিদে প্রার্থণার জন্য গিয়েছিলেন। সেখান থেকে বাইকে করে ফেরার পথে আশেপাশে রাস্তার ধারে থাকা প্রত্যেকে চিৎকার করে উঠতে থাকেন। হতবাক হয়ে গিয়ে ওই যুবক বাইক থামিয়ে দেন। তখন কয়েক জন জানান, তার বাইকের সামনে একটি বিষধর সাপ ঝুলছিল।
এবার বাইকের মধ্যে সাপ খুঁজতে হুলস্থুল পড়ে যায়। দু’ঘণ্টার চেষ্টায় অবশেষে বাইকের হেডলাইটের মধ্যে সাপের দেখা পাওয়া যায়। পরে সাপটিকে পাশের জঙ্গলে গিয়ে ছেড়ে দেওয়া হয়। কী করে সাপটি হেডলাইটের মধ্যে ঢুকল, তা কেউই বুঝে উঠতে পারছেন না।
বিডি প্রতিদিন/কালাম