পাকিস্তানে ফের সন্ত্রাসবাদী হামলা। গতকাল মঙ্গলবার বালুচিস্তানের একটি থানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
সূত্রের খবর, চার জন সন্ত্রাসী এই হামলা চালায়। প্রথমে থানা লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়। এরপরই শুরু হয় এলোপাথাড়ি গুলিবৃষ্টি। পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে আট ঘণ্টা ধরে লড়াই চলে। হামলাকারী চার সন্ত্রাসীকেই নিকেশ হত্যা করতে সক্ষম হয় পুলিশ।
জানা গেছে, ওই থানার ভিতরে পুলিশ বাহিনীতে নিয়োগের পরীক্ষা চলছিল। হামলায় তাদের মধ্যে অনেকেই হতাহত হয়েছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর