ভেনেজুয়েলার সর্বোচ্চ আদালত বিরোধী দলীর প্রার্থী জুয়ান গুয়াইদোকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। পাশাপাশি তার সব ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে। গত সপ্তাহে নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন গুয়াইদো। তার প্রতি যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ সমর্থন দিয়েছিল।
এই মাসেই ভেনেজুয়েলায় সাধারণ নির্বাচনে জিতে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নেন প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের উত্তরসূরি নিকোলাস মাদুরো। তিনি রাশিয়াসহ বেশ কয়েকটি দেশের সমর্থন পেয়েছেন। তবে বিরোধীরা নির্বাচনে তার বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছে।
বিরোধী দল আজ বুধবার দুই ঘণ্টার শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছে। তবে গুয়াইদো তাতে যোগ দেবেন কী না তা জানা যায়নি। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা