কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই জের ধরে দুই দেশের সীমান্ত এলাকায় প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটছে।
শনিবার সকালেও ব্যাপক গোলাগুলি হয়। এ সময় মর্টার ও শেলও নিক্ষেপ করে পাকিস্তানি বাহিনী। ভারতীয় সেনাবাহিনীও পাকিস্তানের এই হামলার উপযুক্ত জবাব দেয়।
কিন্তু এই গোলাগুলির মধ্যে পড়ে যায় সীমান্ত এলাকার কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা। সাহসিকতার সঙ্গে তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয় ভারতীয় বাহিনী।
জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পাকিস্তানি বাহিনী প্রথমে গুলি চালায়। ভারতীয় বাহিনীও এর জবাব দেয়। এ সময় জম্মু-কাশ্মীরের মেন্ধার তেহসিল এলাকার সান্তোদ গ্রামের সরকারি স্কুলের শিক্ষার্থীরা গোলাগুলির মধ্যে পড়ে যায়। তাদেরকে উদ্ধার করে গাড়ি দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা।
এছাড়া বালাকোট ও বেহরোটের দুটি গ্রাম থেকেও স্কুল শিক্ষার্থীদের উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
সূত্র: এএনআইনিউজ, ইকোনমিক টাইমস
বিডি প্রতিদিন/কালাম