১৬ সেপ্টেম্বর, ২০১৯ ১০:৩১

এবার হরিয়ানায় এনআরসি হবে: মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

এবার হরিয়ানায় এনআরসি হবে: মুখ্যমন্ত্রী

ভারতের আসামের পর এবার হারিয়ানায় জাতীয় নাগরিক পঞ্জী বা এনআরসি- চালু হবে বলে ঘোষণা করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার। আশ্চর্যজনক হলেও সত্য হরিয়ানার মুখ্যমন্ত্রীর এমন ঘোষণায় পূর্ণ সমর্থন জানিয়েছেন খট্টার বিরোধী ও কংগ্রেস নেতা তথা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুডা। খবর নিউজ এইটটিনের

পঞ্চকুলায় রবিবার অবসরপ্রাপ্ত বিচারপতি এইচএস ভাল্লা ও প্রাক্তন নৌসেনা প্রধান সুনীল লানবার সঙ্গে বৈঠক করেন মনোহরাল। বৈঠকের পরেই তিনি ঘোষণা করে দেন, হরিয়ানাতেও এনআরসি কার্যকর করা হবে। অক্টোবরে হরিয়ানায় বিধানসভা নির্বাচন৷ তার আগে জনসংযোগে 'মহা সম্পর্ক অভিযান'-এ নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই কর্মসূচিতে হরিয়ানার বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করছেন তিনি।

খট্টারের বিরোধী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা ভুপিন্দর সিং হুডা মনোহরলাল খট্টারকে সমর্থন করে বলেন, 'মুখ্যমন্ত্রী যা বলেছেন, আইনের আওতায় বলেছেন। বিদেশিদের বিতাড়ন দরকার। বিদেশি চিহ্নিত করা সরকারের দায়িত্ব।' 

বিডি-প্রতিদিন/মাহবুব

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর