১৬ সেপ্টেম্বর, ২০১৯ ১১:১১

ট্রাম্পকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ

অনলাইন ডেস্ক

ট্রাম্পকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। আজ সোমবার দক্ষিণ কোরিয়ার সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে গার্ডিয়ান। গত আগস্টে কিমের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে ট্রাম্পকে এ আমন্ত্রণ জানানো হয়। 

পরমানু নিরস্ত্রীকরণ দিয়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার আলোচনা থেমে আছে। গত বছরের জুন থেকে তারা তিনবার সাক্ষাৎ করলেও এ বিষয়ে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

চিঠিতে কিম আরেকটি সম্মেলনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন। এটি ট্রাম্পের উদ্দেশ্যে লেখা কিমের দ্বিতীয় চিঠি। আগস্টের তৃতীয় সপ্তাহে চিঠিটি হাতে পান ট্রাম্প।

হোয়াইট হাউজ, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ ও জাতিসংঘে উত্তর কোরিয়ার মিশন চিঠির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। 

বিডি প্রতিনিধি/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর