১৬ সেপ্টেম্বর, ২০১৯ ১২:১৪

এবার হরিয়ানাতেও এনআরসির ঘোষণা

অনলাইন ডেস্ক

এবার হরিয়ানাতেও এনআরসির ঘোষণা

সম্প্রতি ভারতের আসামে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ঘোষণা করা হয়েছে। এবার হরিয়ানায় চালু হতে চলেছে এনআরসি।

রবিবার এ কথা ঘোষণা করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর।

এদিন পাঁচকুলায় অবসরপ্রাপ্ত বিচারপতি এইচএস ভাল্লা এবং নৌসেনার সাবেক প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বার সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী খট্টর। 

এর পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা হরিয়ানায় এনআরসি চালু করব।’

তবে পরিকল্পনার ব্যাপারে মুখ্যমন্ত্রী বিস্তারিত কিছু বলেননি। এমনকি কবে নাগাদ এনআরসি হবে, সে বিষয়েও তিনি মুখ খোলেননি।

আগামী অক্টোবরে হরিয়ানায় বিধানসভা ভোট। তার আগে রাজ্যজুড়ে ‘মহা সম্পর্ক অভিযানে’ নেমেছে বিজেপি। সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে কথা বলছেন বিজেপি নেতারা। বাদ যাচ্ছেন না সেলিব্রিটি থেকে নাগরিক সমাজের বিশিষ্টজনেরা।

এরই অংশ হিসেবে এদিন বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী খট্টর। এদের মধ্যে ছিলেন বিচারপতি ভাল্লা এবং অ্যাডমিরাল লাম্বা।

সূত্র: এই সময়

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর