ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থার (ডিআরডিও) বিমান উড্ডয়নের পর খোলা মাঠে ভেঙে পড়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল ৬ টার দিকে রুস্তম-২ এর পরীক্ষামূলক উড্ডয়ন চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির সংবাদ মাধ্যমে বলা হয়েছে, দেশটির কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় ডিআরডিও'র মানবহীন বিমান রুস্তম-২ এর পরীক্ষামূলক উড্ডয়ন চলছিল। সেসময় আচমকাই খোলা মাঠের ওপর ভেঙে পড়ে বিমানটি।
ডিআরডিও-এর পক্ষ থেকে বলা হয়েছে, এয়ারোনটিক্যাল টেস্ট রেঞ্জের সময় বিমানটি ভেঙে পড়ে। এই টেস্ট রেঞ্জে দেখা হয় সংশ্লিষ্ট বিমানের উড়ান ক্ষমতা ও যুদ্ধক্ষেত্রে অস্ত্র বহনের ক্ষমতা।
চিত্রদুর্গের পুলিশ সুপার জানান, ডিআরডিও-র ইউএভি রুস্তম-২ এর ভেঙে পড়ার খবর মিলেছে। পরীক্ষামূলক উড্ডয়ন ব্যর্থ হয় এদিন। খোলা মাঠের ওপরেই বিমানটি ভেঙে পড়ে।
ডিআরডিও-র ১৫০০ কোটি টাকার ইউএভি প্রজেক্টের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই রুস্তম-২। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে এই এয়ারক্রাফট সফলভাবে পরীক্ষামূলক উড্ডয়ন করলেও এবার ব্যর্থ হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন