নাগোরনো-কারাবাখের দ্বিতীয় বড় শহর শুশা আর্মেনিয়ার হাত থেকে উদ্ধার করেছে আজারবাইজান। দেশটির সেনাবাহিনী শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় বলে জানিয়েছে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।
আজ রবিবার আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তবে এই দাবি প্রত্যাখ্যান করেছেন আর্মেনিয়ার সরকারি কর্মকর্তারা। একই সঙ্গে তারা এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানায়নি। যদি আজারবাইজানের এই দাবি সত্যি হয় তাহলে নৃ-তাত্ত্বিক আর্মেনীয় জাতিগোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা নাগোরনো-কারাবাখে এটা হবে আজারবাইজানের বড় বিজয়।
আজেরি প্রেসিডেন্ট আলিয়েভ রবিবার জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে বলেন, ‘অত্যন্ত গর্ব এবং আনন্দের সঙ্গে আমি আপনাদের জানাচ্ছি যে, শুশা শহর স্বাধীন হয়েছে। আর নভেম্বরের ৮ তারিখ আজারবাইজানের মানুষের জন্য একটি ঐতিহাসিক দিন, যে দিনে আমরা শুশার শহর ফিরে পেয়েছি।’
আর্মেনিয়ার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আজারবাইজানের সেনাদের সঙ্গে তুমুল সংঘর্ষ চলছে। শুশা শহর ও তার আশপাশের এলাকাগুলোতে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে গত কয়েকদিন ধরেই। আজেরি সেনারা এলাকা দখলে নেয়ার চেষ্টায় আছে।
বিডি প্রতিদিন/আবু জাফর