ভারতের জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে এক সেনা কর্মকর্তা সহ চার নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জঙ্গি নিহত হয়েছেন। আজ রবিবার সেনাবাহিনীর তরফে একথা জানানো হয়েছে।
শনিবার রাতে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টর বরাবর লাইন অব কন্ট্রোল (এলওসি) দিয়ে জঙ্গিরা ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় তাদের চ্যালেঞ্জ জানায় নিরাপত্তা বাহিনী। শুরু হয় দুই পক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি।
নিহত ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে সেনাবাহিনীর এক কর্মকর্তা সহ আরও দুই সদস্য এবং সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর এক জওয়ান রয়েছেন।
শ্রীনগর ভিত্তিক সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, শনিবার দিবাগত রাত ১টা নাগাদ সীমান্তের এলওসির কাছে সন্দেহজনক গতিবিধি টের পায় টহলরত বিএসএফ বাহিনী। এরপরই জঙ্গিদের লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রবিবার ভোর চারটা নাগাদ ওই সংঘর্ষ থামে। তাতে এই হতাহতের ঘটনা ঘটে।
ওই ঘটনার পরই সীমান্তে অতিরিক্ত বাহিনীকে পাঠানো হয় এবং প্রযুক্তির সহায়তা নিয়ে জঙ্গিদের সন্ধান চলছে। ঘটনাস্থল থেকে একটি একে সিরিজের অ্যাসল্ট রাইফেল ও দুইটি ব্যাগ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর