প্রায় ৬ বছর আগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রস্তাব মেনে তাকে আমেরিকার সার্জেন জেনারেল হিসেবে নির্বাচিত করেছিলেন সেনেট সদস্যেরা। ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক বিবেক মূর্তিকে এবার কোভিড-১৯ মোকাবিলায় গঠিত টাস্ক ফোর্সের দায়িত্ব দিতে চলেছেন প্রেসিডেন্ট পদে ওবামার ডেমোক্র্যাট উত্তরসূরি জো বাইডেন।
মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবরে দাবি, পরবর্তী মার্কিন প্রেসিডেন্টের কোভিড টাস্ক ফোর্সের অন্যতম কো-চেয়ারম্যান হতে পারেন ৪৩ বছরের চিকিৎসক বিবেক। তার পাশাপাশি ওই পদে নিয়োগ করা হতে পারে আমেরিকার প্রাক্তন ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কমিশনার’ ডেভিড কেসলারকে। প্রসঙ্গত, আদতে কর্নাটকের মানুষ হলেও বিবেকের জন্ম লন্ডনে।
শনিবার রাতে ডেলাওয়ারের উইলমিংটনে ‘ভিকট্রি স্পিচ’-এ আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা করেছিলেন, কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলার দিশানির্দেশ স্থির করতে তিনি কয়েকজন উপদেষ্টা নিয়োগ করবেন। যদিও আনুষ্ঠানিক ভাবে কারও নাম ঘোষণা করেননি তিনি। বাইডেন জানিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্পের জমানায় করোনা সংক্রমণ মোকাবিলায় অনেক গাফিলতি হয়েছে। তাই তিনি দ্রুত কাজ শুরু করতে চান।
বিবেক দীর্ঘদিন ধরেই আমেরিকায় এইডস সচেতনতা প্রচারের কাজে যুক্ত। মাত্র ৩৭ বছর বয়সে সে দেশের সরকারি জনস্বাস্থ্য পরিষেবার শীর্ষপদে বসলেও বরাবরই তিনি রিপাবলিকান শিবিরের নাপছন্দ। ২০১৪ সালে ওবামা যখন আমেরিকার ১৯তম সার্জেন জেনারেল হিসেবে তার নাম প্রস্তাব করেছিলেন, রিপাবলিকান সেনেটরদের একাংশ তীব্র বিরোধিতা করেন। শেষ পর্যন্ত আমেরিকার কংগ্রেসের উচ্চকক্ষে ভোটাভুটিতে ৫১-৪৩ ফলাফলে ওবামার প্রস্তাব পাশ হয়েছিল। ট্রাম্প প্রেসিডেন্ট পদের দায়িত্ব নেওয়ার পরে ২০১৭ সালে বিবেককে সরিয়ে দেওয়া হয়েছিল।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শফিক