যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে আগের চুক্তিতে ফিরতে চান। তবে এটি হলে ইরানের সঙ্গে ইসরাইলের রক্তক্ষয়ী সংঘাত হওয়ার আশঙ্কা করছেন ইসরাইলের এক মন্ত্রী।
স্থানীয় দৈনিক দ্য জেরুজালেম পোস্ট দেশটির বসতি স্থাপন বিষয়ক মন্ত্রী তাজাচি হানেগবির এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘ইরানের সঙ্গে ওবামা আমলের স্বাক্ষরিত পরমাণু চুক্তিতে ফেরার ব্যাপারে অনেকদিন থেকেই বাইডেন আগ্রহ প্রকাশ করে আসছেন। কিন্তু বেশিরভাগ ইসরাইলি নাগরিক এবং আমাদের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতিনিয়াহু ২০১৫ সালে চুক্তিটিকে একটি ভুল সিদ্ধান্ত বলে মনে করেন।
তবে এটি শুধু ভুল বললে কম বলা হয়। বরং ইসরায়েলের জাতীয় স্বার্থের জন্যও মারাত্মক বিপজ্জনক। আমরা ইরানকে গণ-বিধ্বংসী অস্ত্র তৈরির কোনো সুযোগ দিতে চাই না।’
সূত্র: আরব নিউজ
বিডি প্রতিদিন/আবু জাফর