ইউক্রেন অভিযানে কোনোভাবেই বেসামরিক নাগরিক ও জনবহুল এলাকায় হামলা চালাতে চায় না রাশিয়া। সোমবার এমন কথাই জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ। তবে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর ১৯ দিনে রুশ হামলায় ছয় শতাধিক বেসামরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
রবিবার পর্যন্ত রুশ অভিযানে অন্তত ৬৩৬ জন বেসামরিক নিহত হয়েছে বলে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) জানিয়েছে।
সংস্থাটির আগের দেওয়া ইউক্রেনের হতাহতের সংখ্যার তুলনায় ৪০ জন বেশি। ওএইচসিএইচআর- এর পক্ষ থেকে বলা হয়েছে, নিহতের মধ্যে ছয়জন মেয়ে, ১০ জন ছেলে এবং ৩০ জনের বেশি শিশু।
যদিও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছিলেন, নগর অঞ্চলে হামলা চালালে অনেক বেসামরিক নাগরিক হতাহত হবেন। তাই প্রতিরক্ষা মন্ত্রণালয় শান্তিপূর্ণ বেসামরিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে।’ সূত্র : সিএনএন ও রয়টার্স।
বিডি-প্রতিদিন/শফিক