সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বুধবার ২১তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ২০ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
এদিকে, বুধবার ভোর হতেই ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় নগরী লাভিভে বেজে ওঠে সাইরেন, যা সাধারণত কোনও বোমা কিংবা হামলার আগে বেজে ওঠে।
স্থানীয় সময় ভোর তিনটা বাজতেই বেজে ওঠে এই সাইরেন, যাতে সেখানকার বাসিন্দারা সতর্ক হয়ে আশ্রয়কেন্দ্রগুলোতে গিয়ে আশ্রয় নিতে পারে।
মাত্র দু’দিন আগেই এই নগরীর পোল্যান্ড সীমান্তবর্তী এলাকায় একটি সামরিক ঘাঁটিতে মিসাইল হামলার ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত অন্তত ৩৫ জনের মৃত্যু হয়। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম