ইউক্রেনে রুশ হামলার মধ্যেই দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের জন্য রাজধানী কিয়েভে যান ইউরোপীয় ইউনিয়নের পূর্ব ইউরোপের তিন দেশ পোল্যান্ড, চেক রিপাবলিক এবং স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীরা।
পোল্যান্ড থেকে ট্রেনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় তারা ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছান। তাদের আগমন উপলক্ষে শহরটিতে ৩৫ ঘণ্টার কারফিউ জারি করে কিয়েভ সরকার।
জেলেনস্কির সঙ্গে বৈঠকের তারা ইউক্রেনীয়দের উদ্দেশ্যে বক্তব্য দেন। এসময় স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী ইয়ানেস ইয়ানশা বলেন, “আপনারা একা নন। আপনাদের যুদ্ধ মানেই আমাদের যুদ্ধ। আমরা এক সঙ্গে বিজয় অর্জন করব।”
চেক প্রধানমন্ত্রী পিটার ফিয়ালা বলেন, “আপনারা যুদ্ধ করছেনআপনাদের জীবনের জন্য, আপনাদের স্বাধীনতার জন্য। কিন্তু আমরা জানি- আপনারা আমাদের জীবন ও আমাদের স্বাধীনতার জন্যও এই যুদ্ধ করছেন। ”
গোটা ইউরোপ ইউক্রেনের জনগণের পাশে আছে উল্লেখ করে তিনি আরও বলেন, “আমরা আপনাদের সাহসের প্রশংসা করি। আমরা আরও বেশি সহায়তা ও সমর্থন দিয়ে যাব আপনাদের।”
এই দু’জনের কিয়েভ সফর করেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতিউস মোরাভিয়েস্কি।
ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর দেশটিতে এটিই বিদেশি রাষ্ট্রপ্রধানদের প্রথম সফর।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বুধবার ২১তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ২০ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম