ইউক্রেনে সামরিক অভিযানের ঘটনায় রাশিয়ার জন্য আরও বেশি শাস্তির আহ্বান জানিয়েছে লিথুনিয়া।
দেশটির প্রেসিডেন্ট গীতানাস নাউসেদা বলেন, “রাশিয়ার আচরণ পরিবর্তন হবে না এবং পশ্চিমা শক্তিগুলোকে আরও বিচারক্ষমতাসম্পন্ন হতে হবে। তাদের উচিত রাশিয়ার বিরুদ্ধে আরও শক্তিশালী আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা।
তিনি আরও বলেন, শুধু বেছে বেছে কিছু ব্যাংক নয়, বরং রাশিয়ার সব ব্যাংককে সুইফ্ট ব্যাংকিং ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করা উচিত।
গীতানাস নাউসেদা বলেন, রাশিয়ার তেল ও গ্যাসের উপর ইউরোপীয় জোটের নির্ভরতা কমানো উচিত। আর লিথুয়ানিয়া রাশিয়া থেকে আমদানি বন্ধ করতে প্রস্তুত।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বুধবার ২১তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ২০ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনে রুশ এই সামরিক অভিযান শুরুর পর থেকে সাবেক সোভিয়েত বাল্টিক রাষ্ট্রগুলো নিজেদের ভূমিতে সম্ভাব্য অভিযান থেকে বাঁচতে আরও সোচ্চার হয়ে উঠেছে। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম