বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ।
এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লন্ডনে ইউরোপীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং ইউক্রেনে ‘নো ফ্লাই জোন’ প্রতিষ্ঠায় অস্বীকৃতি জানানোয় ন্যাটোর প্রতি হতাশা ব্যক্ত করেছেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনসহ ন্যাটোর অন্য নেতাদের সঙ্গে ভিডিও কলে জেলেনস্কি বলেন, ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী জোট’ ছিল ন্যাটো, কিন্তু এর কিছু সদস্য রুশ আগ্রাসন দ্বারা সম্মোহিত হয়ে গেছে। মঙ্গলবার বিবিসি অনলাইন এই খবর প্রকাশ করেছে।
জেলেনস্কি বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আমরা অনেক কথা শুনি। বলা হয় ন্যাটো যদি ইউক্রেনের আকাশ রুশ বিমান ও ক্ষেপণাস্ত্রের জন্য বন্ধ করে দেয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। তাই এখনো মানবিক নো ফ্লাই জোন প্রতিষ্ঠিত হয়নি।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ ওয়াসিফ