মঙ্গলবার রুশ বাহিনীর তিনটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি ইউক্রেনে। দেশটির খেরসন আন্তর্জাতিক বিমানবন্দরে এগুলো ভূপাতিত করা হয়।
প্ল্যানেট ল্যাবসের স্যাটেলাইটে এসব ঘটনার চিত্র ধারণ করা হয়েছে।
প্রকাশিত ছবিতে দেখা যায় কয়েকটি হেলিকপ্টারে আগুন জ্বলছে এবং ধোঁয়ার কুণ্ডলি আকাশে দিকে উড়ছে।
দেশটিতে রুশ সামরিক অভিযান শুরুর পর রুশ বাহিনীর বিরুদ্ধে এটিকেই সবচেয়ে ধ্বংসাত্মক সামরিক প্রতিঘাত দাবি করা হচ্ছে।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বুধবার ২১তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ২০ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/কালাম