রুশ সামরিক অভিযানে বিধ্বস্ত ইউক্রেনে সহায়তা পাঠানোয় চটেছে চীন। দেশটির অভিযোগ, ইউক্রেন সংকটের সুবিধা নিচ্ছে তাইওয়ান।
চীনের তাইওয়ান বিষয়ক অফিসের মুখপাত্র ঝু ফেংলিয়ান বলেন, “ইউক্রেন সংকটের সুবিধা নিচ্ছে তাইওয়ান। তারা ইউক্রেনে রুশ বাহিনীর মতো নিজেদের ভূমিতেও চীনকে হুমকি হিসেবে দেখানোর চেষ্টা করছে এবং সহানুভূতি অর্জন করছে।”
ইউক্রেনের জন্য স্বায়ত্বশাসিত এই অঞ্চল তাইওয়ান আরও সহায়তা পাঠানোর ঘোষণা দেওয়ার পরপরই এসব কথা বললেন ঝু ফেংলিয়ান।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বুধবার ২১তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ২০ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/কালাম