একের পর এক নিষেধাজ্ঞায় বিশ্ব থেকে অনেকটা কোণঠাসা রাশিয়া। পশ্চিমা অনেক দেশই রাশিয়ার ওপর যৌথ ও একক নিষেধাজ্ঞা দিয়েছে। এখনও প্রতিদিন নতুন নতুন নিষেধাজ্ঞা আসছে।
তবুও নিজের অবস্থানে অনড় ভ্লাদিমির পুতিনের দেশ। দেশটির মিডিয়াও সরকারে পক্ষে শক্ত অবস্থানে আছে। এবার পুতিনের পক্ষে কাজ করা গণমাধ্যমকে হুঁশিয়ারি দিলেন ইউক্রেনেরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বললেন, দ্রুতই পুতিনের পক্ষ ত্যাগ করতে।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘যারা রাশিয়ার হয়ে প্রোপাগাণ্ডা চালাচ্ছেন, রাশিয়ার ক্ষমতার যারা চতুর্থ স্তম্ভ। আপনারাও যদি প্রোপাগান্ডা অব্যাহত রাখেন, তবে আপনারাও বড় ঝুঁকিতে পড়বেন। তাই এখনই সরে দাঁড়ান, আজীবন আন্তর্জাতিক চাপে থাকার চেয়ে কয়েক মাস চাকরি ছাড়া থাকা ভালো।’
একই ভাষণে রাশিয়ার জ্যেষ্ঠ নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাদেরকে তিনি ইউক্রেনে রুশ সেনা অভিযানের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
রাজধানী কিয়েভ থেকে জেলেনস্কি বলেন, ‘রাশিয়া ফেডারেশনের সব কর্মকর্তাকে বলছি। আপনার যদি অফিস করে যান, আপনার যদি যুদ্ধের বিরোধিতা না করেন। বিশ্ব সম্প্রদায় আপনাদেরকে সবকিছু থেকে বঞ্চিত করবে। আপনাদের সারা জীবনের অর্জন বিফলে যাবে।’
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল