ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা নতুন করে দেশে তৈরি বেশ কিছু অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়েছে। এসব সমরাস্ত্রের মধ্যে রয়েছে স্মার্ট সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্র ও নতুন প্রযুক্তিসম্পন্ন স্পিডবোট।
মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসে এক অনুষ্ঠানে এসব সমরাস্ত্র আইআরজিসি’র নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। খবর-পার্সটুডের।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর অন্যান্য কমান্ডারসহ আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি ও এর নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রথমবারের মতো আইআরজিসি’র নৌবাহিনীকে দেশে তৈরি স্মার্ট সাবমেরিন হস্তান্তর করা হয়। এসব সাবমেরিন পানির নীচে শত্রুবাহিনীর যেকোনো হুমকি শনাক্ত করে তা ব্যর্থ করে দেয়ার ক্ষমতা রাখে।
এছাড়া এই বাহিনীকে যেসব নতুন স্পিডবোটে সজ্জিত করা হয়েছে সেগুলো ঘণ্টায় ৯৫ নটিক্যাল মাইল গতিতে চলতে এবং চলন্ত অবস্থায় বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করতে পারে। আইআরজিসি’র নৌবাহিনীকে সাগর থেকে নিক্ষেপযোগ্য নতুন কিছু ক্ষেপণাস্ত্র দেয়া হয়েছে যেগুলোর পাল্লার আগের চেয়ে বেশি এবং ইলেকট্রনিক যুদ্ধে ব্যবহার উপযোগী।
এছাড়া এসব ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতাও শক্তিশালী করা হয়েছে। অনুষ্ঠানে আইআরজিসি’র নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল তাংসিরি বলেন, স্মার্ট সাবমেরিনগুলো তার বাহিনীর সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন