ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, আপাতত খুব শিগগিরই ন্যাটোতে যোগ দেওয়ার কোনো রাস্তা ইউক্রেনের সামনে নেই। এর আগে মঙ্গলবার ইউক্রেনেরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, ‘ইউক্রেন বুঝে গেছে, তারা মনে হয় ন্যাটোতে যোগ দিতে পারবে না।’
একদিন পর বুধবার জেলেনস্কি রুশ গণমাধ্যমকে বলেন, ‘যারা রাশিয়ার হয়ে প্রোপাগাণ্ডা চালাচ্ছেন, রাশিয়ার ক্ষমতার যারা চতুর্থ স্তম্ভ। আপনারাও যদি প্রোপাগান্ডা অব্যাহত রাখেন, তবে আপনারাও বড় ঝুঁকিতে পড়বেন। তাই এখনই কেটে পড়ুন, আজীবন আন্তর্জাতিক চাপে থাকার চেয়ে কয়েক মাস চাকরি ছাড়া থাকা ভালো।’
একই ভাষণে রাশিয়ার জ্যেষ্ঠ নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাদেরকে তিনি ইউক্রেনে রুশ সেনা অভিযানের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
রাজধানী কিয়েভ থেকে জেলেনস্কি বলেন, ‘রাশিয়া ফেডারেশনের সব কর্মকর্তাকে বলছি। আপনার যদি অফিস করে যান, আপনার যদি যুদ্ধের বিরোধিতা না করেন। বিশ্ব সম্প্রদায় আপনাদেরকে সবকিছু থেকে বঞ্চিত করবে। আপনাদের সারা জীবনের অর্জন বিফলে যাবে।’
সূত্র: এপি
বিডি প্রতিদিন/নাজমুল