রাশিয়া ও ইউক্রেনের সাথে শান্তি আলোচনা অতো সহজ নয় এমনটাই দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে দুই পক্ষ নিজেদের মতো ছাড় দেবে বলেই প্রত্যাশা করছেন এই রুশ নেতা।
তিনি বলেন, ‘আমি আমাদের সমঝোতা আলোচনার প্রতিনিধিদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।’
ল্যাভরভ আরও বলেন, ‘কিছু কারণে সমঝোতা খুব একটা সহজ নয়। তারপরও আশা করা হচ্ছে, দুই পক্ষই তাদের মতো করে কম্প্রোমাইজ করবে।’
তিনি আরও জানান, সমস্যা এখন কেবল ইউক্রেনের নিরপেক্ষতা আর অস্ত্র সমর্পণের মধ্যে থেমে নেই। ইউক্রেনের পূর্বাঞ্চল বিশেষ করে লুহানস্ক ও দোনেৎস্কের মানুষের নিরাপত্তার কথাও ভাবতে হচ্ছে।
এর মাঝেই রাশিয়ার চতুর্থ সেনা জেনারেলকে হত্যা করার দাবি করেছে ইউক্রেন। বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি করেছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যান্তন গেরাশশেঙ্কো এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, ইউক্রেন সেনাবাহিনী রাশিয়ার মেজর জেনারেল ওলেগ মিতিয়েভ কে মারিওপোলের দক্ষিণ পূর্বাঞ্চলে হত্যা করেছে।
তবে সংবাদমাধ্যম বিবিসি খবরটি দিলেও স্বাধীনভাবে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
গেরাশশেঙ্কো জানিয়েছেন, রাশিয়ার সামরিক বাহিনীর ১৫০তম ডিভিশনের কমান্ডার ছিলেন। তিনি ওই নিহত জেনারেলের একটা ছবিও টেলিগ্রাম পোস্টে জুড়ে দিয়েছেন।
বিবিসির খবর বলছে, ইউক্রেন অভিযানে রাশিয়ার ২০ জনের মতো মেজর জেনারেল নেতৃত্ব দিচ্ছেন।
এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, আপাতত খুব শিগগিরই ন্যাটোতে যোগ দেওয়ার কোনো রাস্তা ইউক্রেনের সামনে নেই। এর আগে মঙ্গলবার ইউক্রেনেরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, ‘ইউক্রেন বুঝে গেছে, তারা মনে হয় ন্যাটোতে যোগ দিতে পারবে না।’
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল