ইউক্রেনে অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ক্রেমলিন জানিয়েছে, প্রয়োজনে বাইডেনের সঙ্গে পুতিন কথা বলতে প্রস্তুত।
বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিদের বলেন, প্রয়োজনে দুই নেতারে মধ্যে যোগাযোগ হতে পারে। নিষেধাজ্ঞার অর্থ যোগাযোগ বন্ধ নয়।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জবাবে মঙ্গলবার রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের ওপর নিষেধাজ্ঞা প্রদান করে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হওয়া রাশিয়ার সামরিক অভিযান ২১তম দিনে গড়িয়েছে। সামরিক অভিযানের তিন সপ্তাহের মাথায় পূর্ব ইউরোপের দেশটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল