গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ ভাষাভাষী অধ্যুষিত এই দুটি অঞ্চল একত্রে ‘ডোনবাস’ নামে পরিচিত। স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পর অঞ্চল দুটিকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এখন পর্যন্ত ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। এদিকে, আমেরিকা ও ইউরোপী ইউনিয়নের দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে আখ্যা দিয়েছে।
এমন পরিস্থিতিতে জার্মানির ভাইস-চ্যান্সেলর জানিয়েছেন, তার দেশ ইউক্রেনের সেনাবাহিনীকে সহায়তায় দেরি করে ভুল করে ফেলেছে।
এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। সাক্ষাৎকারটি প্রচারিত হয় জার্মানির সম্প্রচারমাধ্যম জেডিএফে। খবর বিবিসির।
জার্মান ভাইস-চ্যান্সেলর রবার্ট হাবেক বলেন, আরও আগে ইউক্রেনের সামরিক বাহিনীকে সহায়তা না করা আমার দেশের ভুল ছিল।
‘ইউক্রেনকে এক বছর আগে থেকে সহায়তা দেওয়া উচিত ছিল’, যোগ করেন হাবেক।
জার্মান এ রাজনীতিবিদ বলেন, আমাদের নিশ্চিতভাবে ইউক্রেনের সেনাবাহিনীকে আগে থেকেই সহায়তা দেওয়া উচিত ছিল। আমি কয়েকদিন বা কয়েক সপ্তাহ আগে সহায়তা দেওয়ার কথা বলছি না, বলছি বছরের কথা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ