ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কিয়েভে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলার পর যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধিদল এই প্রথম কিয়েভ সফর করল।
রাশিয়া হামলা শুরুর পর ইউরোপের অনেক নেতা কিয়েভ সফর করেছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করে সহযোগিতার আশ্বাস দেন তারা। কিন্তু ইউক্রেনে সবচেয়ে বেশি অস্ত্র ও আর্থিক সহযোগিতা পাঠানো যুক্তরাষ্ট্র এত দিন কিয়েভে কোনো শীর্ষ কর্মকর্তাকে পাঠায়নি।
উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধিরা জেলেনস্কির সঙ্গে সরাসরি সাক্ষাতের পর যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য নতুন সহায়তা ঘোষণার পাশাপাশি লেভিভে কূটনৈতিক মিশন ফেরানোর ঘোষণা দিয়েছে। একইসঙ্গে ব্লিনকেন এবং অস্টিন জেলেনস্কিকে ইউক্রেনে ৩০০ মিলিয়ন ডলার সমমূল্যের বৈদেশিক সামরিক অর্থায়ন এবং ১৬৫ মিলিয়ন ডলারের গোলাবারুদ বিক্রি অনুমোদনের তথ্য নিশ্চিত করেছেন।
জেলেনস্কিকে তারা বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন শিগগিরই ইউক্রেনে নতুন মার্কিন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করবেন। যুদ্ধ শুরুর পূর্বে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ ইউক্রেন থেকে কূটনৈতিক কার্যক্রম গুটিয়ে ফেলে।
উল্লেখ্য, ঊর্ধ্বতন দুই মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের আলোচ্যসূচি নিয়ে এর আগে জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তা প্রদান ও অস্ত্র সরবরাহের সময়সীমার বিষয়টি বৈঠকে তুলে ধরবেন তিনি।
সর্বশেষ দফায় ইউক্রেনে ৮০ কোটি ডলার মূল্যের সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ নিয়ে রাশিয়ার হামলার পর কিয়েভকে দেওয়া যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা ৩০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল