এক সমীক্ষায় বলা হয়েছে, সঠিক ধরনের চাকরি খুঁজে না পেয়ে হতাশ লাখ লাখ ভারতীয়। বিশেষ করে নারীরা সম্পূর্ণ রূপেই শ্রমশক্তির ক্ষেত্র থেকে বেরিয়ে যাচ্ছেন।
নতুন চাকরি সৃষ্টি হচ্ছে না। ফলে যারা যে কাজ করছেন, সেখানেই থিতু হয়ে যাচ্ছেন। আর যারা বেকার, তারাও কম বেতন, অপছন্দের কাজের ভয়ে চাকরি খোঁজার আগ্রহ হারিয়ে ফেলেছেন। নতুন কাজ খোঁজার বিষয়ে হাল ছেড়ে দিয়েছেন সিংহভাগ ব্যক্তিই।
সম্প্রতি এক বেসরকারি সংস্থার রিপোর্টে উঠে এসেছে সেই তথ্য।
মুম্বাইয়ের গবেষণা সংস্থা ‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি প্রাইভেট লিমিটেডে’র রিপোর্টে এই পর্যবেক্ষণের উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সঠিক ধরনের চাকরি খুঁজে না পেয়ে হতাশ লাখ লাখ ভারতীয়। বিশেষ করে নারীরা সম্পূর্ণরূপেই শ্রমশক্তির ক্ষেত্র থেকে বেরিয়ে যাচ্ছেন।
২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে সামগ্রিক শ্রমে অংশগ্রহণের হার ৪৬% থেকে ৪০%-এ নেমে এসেছে। নারীদের মধ্যে, এটি আরও বেশি। কর্মশক্তি থেকে প্রায় ২.১ কোটি নারী বেরিয়ে গেছেন। যোগ্য জনসংখ্যার মাত্র ৯% কাজে নিযুক্ত বা নতুন কাজ খুঁজছেন। বর্তমানে দেশে আইনত কাজের বয়সীদের সংখ্যা ৯০ কোটি। তাদের অর্ধেকেরও বেশি এখন আর চাকরিই চান না বলে জানিয়েছে গবেষণা সংস্থাটি।
ম্যাককিনসে গ্লোবাল ইনস্টিটিউটের ২০২০ সালের রিপোর্ট অনুসারে, যুবসমাজের সংখ্যার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ভারতকে ২০৩০ সালের মধ্যে কমপক্ষে ৯ কোটি নতুন অ-কৃষি চাকরি তৈরি করতে হবে। এর জন্য ৮%-৮.৫% বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি প্রয়োজন।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন