বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মারিউপোলের আজভস্তালে অস্ত্রবিরতি ঘোষণা করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার সেনারা বেসামরিক নাগরিকদের সরে যেতে লড়াই বন্ধ রাখবে।
সোমবার মস্কোর স্থানীয় সময় দুপুর ২টা থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হবে। অস্ত্রবিরতির সময় রুশ সেনা ইউনিট বেসামরিক নাগরিকদের প্রত্যাহারে নিরাপদ দূরত্বে থাকবে।
গত কয়েক সপ্তাহ ধরে রুশ সেনারা দক্ষিণের বন্দরনগরী মারিউপোল অবরুদ্ধ করে আছে। কয়েকশ ইউক্রেনীয় সেনা ও বেসামরিক নাগরিক আজভস্তাল স্পাত কারখানায় আশ্রয় নিয়েছে। তারা শোচনীয় অবস্থার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
গত সপ্তাহে রাশিয়া বলেছে, ইউক্রেনের বেসামরিক নাগরিক এবং সেনারা ‘সাদা পতাকা’ উত্তোলন করে আজভস্তাল ত্যাগ করতে পারত। সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল