ইউক্রেন আরও অস্ত্র পাঠানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত এক টেলিভিশন সাক্ষাৎকারে একথা জানিয়েছেন।
রুশ রাষ্ট্রদূদ আনাতোলি অ্যান্তভ বলেন, ‘যখন আমেরিকা প্রচুর পরিমাণে অস্ত্র ইউক্রেনে পাঠায় তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই এই চর্চা বন্ধ হোক।’
আনাতোলি জানান, এ বিষয়ে সতর্ক করে ওয়াশিংটনকে কূটনৈতিক চিঠি দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরের পর এই উদ্বেগ জানিয়েছে রাশিয়া।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল