ইউক্রেনের সব পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বিপরীতে রাশিয়ার পণ্য ও প্রযুক্তি আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বরিস জনসনের প্রশাসন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কির অর্থনীতি চাঙা করতে সাহায্য করার আবেদনের পর ব্রিটিশ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন, যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী অ্যান-ম্যারি ট্রেভেলিয়ান।
তিনি বলেন, ‘আমরা চলমান যুদ্ধে অটলভাবে ইউক্রেনের পক্ষে দাঁড়াতে চাই। ইউক্রেনের স্বাধীন ও সার্বভৌমভাবে টিকে থাকার নিশ্চয়তা দিতে আমরা এই লড়াইয়ে তাদের জন্য কাজ করবো।’
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল