ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহ করার সারাংশ হলো ন্যাটো জোট রাশিয়ার সাথে যুদ্ধে জড়িয়ে গেছে, এমন মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
গতকাল সোমবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই অস্ত্র বিশেষ অভিযানে থাকা রাশিয়ার সামরিক বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।’
পশ্চিমা বিশ্ব আর ন্যাটোকে কাঠগড়ার দাঁড় করিয়ে ল্যাভরভ বলেন, ‘সারাংশে ন্যাটো রাশিয়ার সাথে ছায়াযুদ্ধে জড়িয়ে গেছে। আর এই অস্ত্র সেই ছায়াযুদ্ধের অংশ। যুদ্ধ মানে যুদ্ধ।’
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল