শহর দখলের কয়েক সপ্তাহ পর খেরসনের সিটি কাউন্সিল নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। শহরটির আঞ্চলিক দুই সদস্যের বরাতে সিএনএন এই খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, কয়েক সপ্তাহ আগে ইউক্রেনের প্রধান কোনো শহর ‘খেরসন’ দখল কর রুশ বাহিনী। এখন তারা শহরের সিটি কাউন্সিলের নিয়ন্ত্রণ নিয়েছেন।
খেরসনের মেয়র ইগর কলিখায়েব সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলেন, অস্ত্রধারীরা সিটি কাউন্সিল ভবনে প্রবেশ করে চাবি নিয়ে নিয়েছে। আমাদের নিরাপত্তা প্রহরীর পরিবর্তে তাদের নিজস্ব নিরাপত্তা প্রহরী বসিয়েছে। ইউক্রেনের পতাকা সরিয়ে রুশ বাহিনী তাদের নিজস্ব পতাকা বসিয়েছে এ প্রসঙ্গে কলিখায়েভ বলেন, তিনি ভবন থেকে চলা আসার আগ পর্যন্ত ইউক্রেনের পতাকা উড়ছিল।
খেরসনের আঞ্চলিক উপ প্রথান জুরি সোবোলেভস্কি এই ঘটনাকে ‘দখল’ উল্লেখ করে বলেন, দুর্ভাগ্যজনকভাবে এটা প্রত্যাশা করা হচ্ছিল।
সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল