ইউক্রেনের পোস্টাল পরিষেবা জানিয়েছে, আন্তোনভ এএন-২২৫ ম্রিয়ার সম্মানে তারা নতুন ডাকটিকিট প্রকাশের পরিকল্পনা করছেন।
আন্তোনোভ-২২৫ ম্রিয়া ছিল বিশ্বের সর্বোচ্চ কার্গো বিমান। রাশিয়া ইউক্রেনে আক্রমণের শুরুর পরপরই কিয়েভের নিকট হস্তোমল বিমাবন্দরে বিমানটি ধ্বংস হয়।
পোস্টাল পরিষেবা কর্তৃপক্ষ জানিয়েছে, ডাকটিকিটটি রোমান রিবিভোনের অনুপ্রেরণায় করা হবে যিনি স্নেক আইসল্যান্ডে রুশ যুদ্ধবিমানকে ‘গোল্লায়’ যেতে বলেছিলেন।
কৃষ্ণসাগরের ছোট দ্বীপ স্নেক আইল্যান্ডকে রুশ সেনাদের কাছ থেকে সুরক্ষিত রাখতে গিয়ে জীবন দেন ১৩ ইউক্রেনীয় সেনা। রুশ যুদ্ধ জাহাজের কাছে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন তারা। পরে ওই যুদ্ধ জাহাজ থেকে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয় তাদের।
নিজ দেশের নিরাপত্তা রক্ষীদের এমন সাহসিকতার প্রশংসা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ নিরাপত্তা রক্ষীদের সবাইকে মরণোত্তর ‘যুদ্ধ বীর’ হিসেবে স্বীকৃতি প্রদানের ঘোষণা দেন তিনি। সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল