পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির বাণিজ্য বিভাগের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, বেলা আড়াইটার দিকে একটি হায়েস মাইক্রো ভ্যানে বিস্ফোরণ ঘটে।
টেলিভিশন ফুটেজে সাদা ভ্যানের ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। ফুটেজে পুলিশ এবং উদ্ধাকারী সংস্থার লোকদেরও দেখা গেছে।
উদ্ধারকারী পরিষেবা এদহি জানিয়েছে, মাসকান চৌরঙ্গির সামনে রাখা হায়েস ভ্যানে সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে।
তবে পুলিশ এখন পর্যন্ত বিস্ফোরণের ধরন সম্পর্কে কিছু জানায়নি।
বিডিপ্রতিদিন/কবিরুল