২৪ মে, ২০২২ ০৯:২৭

মারিউপোলে মাইন আতঙ্কে রুশ সেনারা

অনলাইন ডেস্ক

মারিউপোলে মাইন আতঙ্কে রুশ সেনারা

ইউক্রেনের বন্দরনগরী মারিউপোল শহরের আজভস্তাল ইস্পাত কারখানা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। সমগ্র শিল্প এলাকা এখন রাশিয়ার সেনাদের নিয়ন্ত্রণে। তবে রুশ সেনাদের জন্য সেখানে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে মাইন ও বিস্ফোরক।

রুশ সেনাদের অভিযোগ, ইউক্রেনের সেনারা কারখানাটির দখল হারালেও আশপাশের সব সড়কে শতশত মাইন ও বিস্ফোরক পুঁতে রেখে গেছে।

মারিউপোলে মাইন অপসারণরত এক রুশ সেনা বলেন, এখানে কাজ করা খুবই কঠিন। কারণ প্রতিটি সড়কেই বসানো আছে মাইন। আমরা যেন অগ্রসর হতে না পারি সেজন্য তারা এসব পুঁতে রেখেছে। সড়ক থেকে মাইন অপসারণ করতে কয়েক সপ্তাহ প্রয়োজন।

গত শুক্রবার ইউক্রেনের আজভ রেজিমেন্টের সেনারা রুশ সেনাদের কাছে আত্মসমর্পণ করে। এর মাধ্যমে কয়েক সপ্তাহের অবরোধ কাহিনীর অবসান হয়।

রয়টার্সের খবরে বলা  হয়েছে, মারিউপোলের পূর্ণ নিয়ন্ত্রণের ফলে রাশিয়া এখন ক্রিমিয়ার সঙ্গে স্থল সীমান্ত দ্বারা যুক্ত হতে পারবে। ২০১৪ সালে রুশ বিচ্ছিন্নতাবাদী সেনারা ইউক্রেনের পূর্বের ক্রিমিয়া দখল করে নেয়। সূত্র: রয়টার্স

বিডিপ্রতিদিন/কবিরুল  

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর