২৪ মে, ২০২২ ১৬:৩৭

কেন পুতিনকে পাগল বললেন নাভালনি?

অনলাইন ডেস্ক

কেন পুতিনকে পাগল বললেন নাভালনি?

আলেক্সি নাভালনি ও ভ্লাদিমির পুতিন।

কারারুদ্ধ রুশ বিরোধী নেতা আলেক্সি নাভালনি আদালতের সরাসরি শুনানিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উন্মাদ বা পাগল বলে মন্তব্য করেছেন। তার দাবি, ইউক্রেনে পুতিন ‘নির্বোধ যুদ্ধ’ শুরু করেছেন।

মস্কোর আদালতে কারাগার থেকে সরাসরি ভিডিও কলে হাজির হয়ে নাভালনি বলেন, ‘পুতিনের শুরু করা এটা একটা নির্বোধ যুদ্ধ।’

নাভালনি আরও বলেন, ‘এই যুদ্ধ মিথ্যা ভিত্তির ওপর দাঁড়ানো। একজন উন্মাদ মানুষ ইউক্রেনে তার থাবা বসিয়েছেন। আমি জানি না এটা দিয়ে তিনি কী করতে চান।’
 
আদালত অবমাননা ও প্রতারণার অভিযোগে নাভালনি বর্তমানে ৯ বছরের কারাদণ্ড ভোগ করছেন। নাভালনি কট্টর পুতিন সমালোচক হিসেবেই পরিচিত, রাজনীতিতেও পুতিনের বড় প্রতিদ্বন্দ্বী।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর