২৪ মে, ২০২২ ১৭:৫০

শস্য চুরি করে বিদেশে বিক্রি করছে রাশিয়া, দাবি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক

শস্য চুরি করে বিদেশে বিক্রি করছে রাশিয়া, দাবি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর

দিমিত্রো কুলেবা।

ইউক্রেনের শস্য চুরি করে বিদেশে বিক্রি করছে রাশিয়া। মঙ্গলবার এমন অভিযোগ করেছেন, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। 

তিনি দাবি করেন, শস্য জাহাজে তুলে বসফরাস প্রণালী হয়ে বিদেশিদের কাছে বেচে দেওয়া হচ্ছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি সব রাষ্ট্রকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। তারা যেন এরকম প্রস্তাব প্রত্যাখান করে। চুরি করা জিনিস কিনবেন না। রাশিয়ার অপরাধের সহচর হবেন না।’

মঙ্গলবার রাশিয়া ক্রিমিয়ায় জাহাজে শস্য তোলার ছবিটিকে মিথ্যা বলে দাবি করেছে।

অন্যদিকে আলাদা বিবৃতিতে, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন অভিযোগ করেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে খাদ্য সামগ্রীকে হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছে। 


সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর