২৫ মে, ২০২২ ১০:৩২

শ্রীলঙ্কায় জ্বালানি তেলের ব্যবহার কমাতে হোম অফিসের পরামর্শ

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কায় জ্বালানি তেলের ব্যবহার কমাতে হোম অফিসের পরামর্শ

শ্রীলঙ্কা জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়িয়েছে। এ পরিস্থিতিতে জ্বালানির ব্যবহার কমাতে হোম অফিস (বাড়িতে থেকে কাজ) করতে জনগণকে উৎসাহিত করা হচ্ছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে মন্ত্রিসভার অনলাইন ব্রিফিংয়ে দেশটির বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী কাঞ্চনা বিজেসেকেরা বলেন, নিয়োগপ্রাপ্ত ‘অর্থনৈতিক যুদ্ধবিষয়ক মন্ত্রিপরিষদ’ জ্বালানির নতুন দাম নির্ধারণ করেছে। ডিজেলের দাম প্রতি লিটারে ২৮৯ রুপি থেকে বাড়িয়ে ৪০০ শ্রীলঙ্কান রুপি করা হয়েছে। এ ক্ষেত্রে ৩৮ শতাংশ দাম বেড়েছে। পেট্রলের দামও প্রতি লিটার ৩৩৮ রুপি থেকে বাড়িয়ে ৪২০ রুপি করা হয়েছে।

কাঞ্চনা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে ভাড়া বাড়ানোর বিষয়ে সরকার গণপরিবহন খাতের ব্যক্তিদের সঙ্গে কথা বলবে।

শ্রীলঙ্কায় এ নিয়ে গত ছয় মাসে ডিজেলের দাম ২৩০ শতাংশ ও পেট্রলের দাম ১৩৭ শতাংশ বাড়ল। দুটিরই সরবরাহজনিত ঘাটতি আছে। মোটরযান ব্যবহারকারীদের জ্বালানি সংগ্রহ করতে দীর্ঘ সারিতে দাঁড়াতে হচ্ছে। জ্বালানি পেতে কয়েক দিন পর্যন্ত সময় লেগে যাচ্ছে।

টুইটার পোস্টে শ্রীলঙ্কার জ্বালানিমন্ত্রী কাঞ্চনা বলেন, তেলের ব্যবহার কমাতে ও জ্বালানিসংকট মেটাতে বাড়িতে থেকে কাজ করার বিষয়টিকে উৎসাহিত করা হবে। সূত্র: রয়টার্স

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর