সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় ৫ সেনা নিহত হয়েছে। সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানীর দক্ষিণে এ বিমান হামলা চালানো হয়। শনিবার সকালে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে আরও জানিয়েছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
ইসরায়েলের হামলার কারণে দামেস্ক বিমানবন্দরের কার্যক্রম প্রভাবিত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিডি প্রতিদিন/ফারজানা