ইউক্রেন সম্প্রতি কয়েক দিন রাশিয়ার সেনাদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিচ্ছে এবং কিছু জায়গা পুনঃরুদ্ধারের কথাও জানিয়েছে তারা। তবে ইউক্রেনের পাল্টা আক্রমণে রাশিয়ার পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না বলেই সাফ জানিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিন জানিয়েছেন তিনি তাড়াহুড়ো করছেন না, ডনবাস অভিযান এখনও অব্যাহত রয়েছে। তিনি আরও জানিয়েছেন, রাশিয়া এখও ইউক্রেনে তার পুরো শক্তি প্রয়োগ করেনি।
পুতিন বলেন, ‘ডনবাসে আমাদের অভিযান বন্ধ করা হয়নি। তারা সামনে আগাচ্ছে, তবে দ্রুত গতিতে নয়। তবে তারা ক্রমান্বয়ে একের পর এক ভূমির দখল নিচ্ছে।’
তবে ইউক্রেন রুশ সেনাদের ওপর হামলা অব্যাহত রাখলে তার পাল্টা জবাব দেওয়ার ঘোষণাও দিয়েছেন পুতিন।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল