ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের কফিনের কাছে যাওয়ার ঘটনায় এক ব্যক্তি গ্রেফতার করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, শোকার্তদের লাইন থেকে ওই ব্যক্তি ওয়েস্ট মিনিস্টার হলে রাখা রানির কফিনের কাছে যান।
এই ঘটনায় তাকে পাবলিক অর্ডার অ্যাক্টের আওয়াত গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।
শুক্রবার রাত দশটার দিকে এই ঘটনা ঘটে। স্কটল্যান্ড ইয়ার্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘শুক্রবার রাত ১০টার দিকে পুলিশের কর্মকর্তারা ওয়েস্টমিনিস্টার হল থেকে বিরক্তকারী এক ব্যক্তিকে আটক করে।’
সর্বজনের শ্রদ্ধা জ্ঞাপনের পর আগামী সোমবার রানির শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল