ইউক্রেন ইস্যুতে রাশিয়ান গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে এনেছে ইউরোপের বেশ কিছু দেশ। এরমধ্যেই উত্তর ফিনল্যান্ডের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) একটি টার্মিনালে রাশিয়া থেকে আসা চালান ফিরিয়ে দেওয়া হয়েছে।
গতকাল শনিবার পরিবেশবাদী আন্দোলনকারী দল গ্রিন পিসের কর্মীদের অবরোধের মুখে এই চালান প্রত্যাহার করে নেয় ফিনল্যান্ড।
টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠান ম্যানগা এলএনজির কর্মচারীদের পরিচালক মিকা কোলেহমাইনেন জানান, স্থানীয় সময় ভোর সাতটার দিকে টর্নিও বন্দরে গ্রিন পিসের কর্মীদের বিরোধিতার মুখে গ্যাসের আমদানি বন্ধ করা হয়। এ সময় গ্রিন পিসের কর্মীরা টার্মিনালে অবস্থান করে। অন্যদিকে টার্মিনালের এলাকার বাইরে সুইডেনের বর্ডারের কাছে গ্রিনপিসের দুটি জাহাজ অবস্থান করছিল।
এর আগেও গত সপ্তাহে গ্রিন পিসের আন্দোলনকারীরা একই ধরনের ব্যবস্থা নেয়। সে সময় সুইডেনে রাশিয়ান গ্যাসের একটি চালান তারা আটকে দেয়।
গ্রিনপিসের কর্মী ওল্লি তিআইনেন বলেন, রাশিয়ান গ্যাস এখনো ফিনল্যান্ডে আসার সুযোগ পাচ্ছে, এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য একটি ব্যাপার।
সূত্র: এএফপি ও ডেইলি সাবাহ
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন