২৬ জানুয়ারি, ২০২৩ ২০:৪৫

পাকিস্তানের দুই প্রদেশে নির্বাচন এপ্রিলে

অনলাইন ডেস্ক

পাকিস্তানের দুই প্রদেশে নির্বাচন এপ্রিলে

পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন ঐতিহাসিকভাবে জাতীয় নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হয়

পাকিস্তানের নির্বাচন কমিশন দুইটি প্রদেশে নির্বাচনের চূড়ান্ত সময় নির্ধারণ করেছে। পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়া নামে এই দুই প্রদেশে চলতি মাসের শুরুর দিকে সংসদ ভেঙে দেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন সরকারকে বাধ্য করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেন।

আল জাজিরার খবর অনুসারে, পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন ঐতিহাসিকভাবে জাতীয় নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হয়। তবে দেশটির সংবিধানে এটাও রয়েছে, অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের নির্বাচন কমিশন বুধবার প্রদেশ দুটোর গভর্নরের কাছে পাঠানো এক চিঠিতে জানিয়েছে, এপ্রিল ১৩ এবং ১৭  এর মধ্যে ধারাবাহিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। প্রকৃত তারিখ নির্ধারণ করবেন গভর্নর।

এই দুই প্রদেশে ক্ষমতায় ছিল ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। নির্বাচন ঘোষণাকে পিটিআই স্বাগত জানিয়েছে। এর অর্থ জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠেয় নির্বাচনে ৭০ শতাংশ ভোটার ভোট প্রদান করবেন। পাকিস্তানে আগামী অক্টোবরে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর