২৮ জানুয়ারি, ২০২৩ ০৮:৪১

জেরুজালেমে ইহুদি উপাসনালয়ে গুলি, নিহত অন্তত ৮

অনলাইন ডেস্ক

জেরুজালেমে ইহুদি উপাসনালয়ে গুলি, নিহত অন্তত ৮

ঘটনাস্থল পরিদর্শনে নেতানিয়াহু

ইসরায়েল নিয়ন্ত্রিত জেরুজালেমের একটি ইহুদি সিনাগগে (উপাসনালয়) গুলিবিদ্ধ হয়ে অন্তত ৮ জন নিহত এবং কয়েকজন আহত হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ফিলিস্তিনি অধ্যুষিত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সেনাদের প্রাণঘাতী অভিযানের প্রেক্ষাপটে উত্তেজনার মধ্যে এ গুলির ঘটনা ঘটল। বৃহস্পতিবার ইসরায়েলি সেনা অভিযানে ৯ ফিলিস্তিনি নিহত হয়।

ইসরায়েলের পুলিশ বিভাগ বলেছে, সন্দেহভাজন হামলাকারীকে ঘটনাস্থলেই ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে। জেরুজালেমের শহরের নেভি ইয়াকভ এলাকায় গুলি চালানোর এ ঘটনা ঘটে।

ইসরায়েলি সেনা অভিযান নিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে উত্তেজনা বিরাজ করছে। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য একদিনের নিহতের হিসাবে গত বৃহস্পতিবার ছিল এক বছরের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী দিন।

হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া গাজা থেকে দু’টি রকেট নিক্ষেপ করার প্রতিবাদে ইসরায়েল শুক্রবার ভোরে সেখানে ব্যাপক বিমান হামলা চালায়। সূত্র : বিবিসিসিএনএন

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর