ইউক্রেনে যুদ্ধযান ট্যাংক পাঠানোর ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির শীর্ষ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এই নিন্দা জানান।
কিমের বোনের দাবি, এই সিদ্ধান্ত নিয়ে রেড লাইন বা বিপজ্জনক লাল সীমা অতিক্রম করেছে ওয়াশিংটন এবং মার্কিনিরা ছায়াযুদ্ধকে আরও উস্কে দিচ্ছে।
তার আরও অভিযোগ, মস্কোকে ধ্বংস করার পায়তারা করছে মার্কিন প্রশাসন।
কিম ইয়ো জং বলেছেন, আমি এই ঘটনায় গভীরভাবে উদ্বেগ জানাচ্ছি। ইউক্রেনকে অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র পরিস্থিতি আরও উস্কে দিচ্ছে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল