ব্রিটেনের দেওয়া ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে রাশিয়ার এক সিনিয়র জেনারেলকে হত্যা করেছে ইউক্রেন। গণমাধ্যমের প্রতিবেদনে এমনটিই দাবি করা হয়েছে।
যদিও এই দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া রাশিয়াও ইউক্রেনের এই দাবি নিয়ে রিপোর্ট লেখা পর্যন্ত আনুষ্ঠানিক কোনও বক্তব্য দেয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় ভোর চারটায় রাশিয়ার দখলকৃত জাপোরিঝিয়া অঞ্চলের বন্দরনগরী বারদিয়ানস্কে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে জেনারেল ওলেগ সোকভ নিহত হন।গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় ব্যবহার করা হয়েছে ব্রিটেনের সরবরাহকৃত ‘স্টর্ম শ্যাডো’ক্ষেপণাস্ত্র।
ব্রিটেনের ‘স্টর্ম শ্যাডো’ক্ষেপণাস্ত্র আসলে কী?
স্টর্ম শ্যাডো এক ধরনের ক্রুজ মিসাইল, যা ৫০০ কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর ওজন ১৩০০ কেজি। এতে ওয়ারহেড রয়েছে ৪৫০ কেজি। এটি বিমান ঘাটির হ্যাঙ্গার ভেদ করেও আঘাত করতে পারে।
এর আগে এই মিসাইল ইরাক, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেনে ব্যবহার করা হয়েছে।
এটি এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র যা যুদ্ধবিমান থেকেই উৎক্ষেপণ করা যায়। রাফাল, মিরাজ, ইউরোফাইটার, সুখোই প্রভৃতি যুদ্ধবিমান এই ক্ষেপণাস্ত্র বহন করতে পারে।
ক্ষেপণাস্ত্রটির আরেকটি বৈশিষ্ট্য হল, একবার নিক্ষেপ হয়ে গেলে আর ফেরানো যায় না। সামরিক পরিভাষায় যাকে বলে ‘ফায়ার অ্যান্ড ফরগেট’। সূত্র: উইকিপিডিয়া, ফ্যানডম, বিজনেস ইনসাইডার
বিডি প্রতিদিন/কালাম