আটলান্টার জেলখানায় তোলা ছবিই (মাগশট) ব্যবহার হচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায়। এই পুলিশ মাগশট কাজে লাগিয়েই তোলা হয়েছে ৭০ লাখ ডলার।
ট্রাম্পের মাগশট সম্বলিত টি-শার্ট, মগ জাতীয় পণ্য বিক্রি করেই এসেছে অনেক অর্থ।
নির্বাচনের ফল বদলে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ট্রাম্প বর্তমানে জামানতের বিনিময়ে মুক্ত রয়েছেন। এ ধরনের তিনটি অভিযোগে অভিযুক্ত হয়েছেন ট্রাম্প। তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
যদিও ট্রাম্প তার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তার দাবি, রাজনৈতিকভাবে তাকে ফাঁসানো হয়েছে।
ট্রাম্প গ্রেফতার হওয়ার পর থেকেই তার নির্বাচনী তহবিল হুরহুর করে বাড়ছে। একদিনেই এই তহবিলে জমা হয়েছে চল্লিশ লাখ ডলারের বেশি। অনলাইনেও ট্রাম্পের মাগশট যুক্ত জিনিসপত্র বিক্রি হচ্ছে দেদারছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল