রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার তুলা ও বেলগোরদ অঞ্চলের ওপর দিয়ে উড়ে যাওয়া ইউক্রেনের তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
মঙ্গলবার সকালে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর দক্ষিণে তুলা অঞ্চলে বিমান প্রতিরক্ষা বাহিনী দুটি ড্রোন 'ধ্বংস' করা হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় পৃথক আরেক বিবৃতিতে জানিয়েছে, সোমবার মস্কো সময় রাত ১১টার দিকে ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলে আরেকটি ড্রোন ধ্বংস করে বিমান প্রতিরক্ষা বাহিনী।
ড্রোন হামলার ফলে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা মন্ত্রণালয় জানায়নি। সাম্প্রতিক সময়ে রাশিয়ার ভূমিতে ইউক্রেনের ড্রোন হামলা বেড়েছে। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল